ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫

মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Islami Bank

রোববার সকাল ছয়টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়াতে হবে ১৭ মার্চ

সোমবার ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯২৫ পিস ইয়াবা, ৭২৫.১৯ গ্রাম ১০৪ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ২৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

one pherma

আরও পড়ুন: অস্কারের ৯৫তম আসর: সেরা অভিনেত্রী মিশেল ইও

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us