বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে ওসি তোফাজ্জল হোসেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়াতে হবে ১৭ মার্চ
নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম, ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম, নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ও শহিদুল ইসলাম মোমিন উপজেলার হাটধুমা গ্রামের বাসিন্দা।
ওসি তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকালে নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে অটোরিকশা বগুড়া শহর দিকে যাচ্ছিল। এ সময় নাটরোগামী পিকআপের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মোমিন নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগ: সাবেক স্পিকার জমির উদ্দিনকে ২৭ লাখ টাকা জরিমানা
তিনি আরো জানান, আহত পাঁচজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.