সংঘর্ষের দুই দিন পর রাবিতে ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে দুই দিন বন্ধ থাকার পর রাবি আবারও সচল হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সব বিভাগে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর প্রেক্ষিতে রোববার ও সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।

Islami Bank

আরও পড়ুন…রাজধানীর তেজগাঁও বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

one pherma

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস শুরু হয়েছে। যেসব বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা ছিল সেগুলোতে পরীক্ষাও শুরু হয়েছে। গত দুই দিন ধরে রাবি ও আশপাশের এলাকায় চরম উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করলেও মঙ্গলবার সকাল থেকে পরিবেশ স্বাভাবিক দেখা গেছে।

ইবাংলা/এইচআর/১৪ মার্চ-২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us