স্বল্পপাল্লার ফের এক জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। দেশটি তার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কড়া নিন্দা জানিয়েছে। দেশটি একে উল্লেখযোগ্য উস্কানি হিসেবে উল্লেখ করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একাধিক রকেট লঞ্চার থেকে দুটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন…করোনার বিধিনিষেধ শেষ, সব ধরনের ভিসা দেবে চীন
উত্তর কোরিয়া এর আগে রোববার একটি সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং যৌথ মহড়া শুরুর তিন দিন আগে একটি ফায়ার অ্যাসল্ট ড্রিল পরিচালনা করে। তার পরই আজ মঙ্গলবার উৎক্ষেপণ করা হলো জোড়া ক্ষেপণাস্ত্র। প্রসঙ্গত, সোমবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে সিউল এবং ওয়াশিংটন। যা ২০১৮ সালের পর দেশ দুটির মধ্যে সবচেয়ে বড় যৌথ মহড়া। ফ্রিডম শিল্ড শীর্ষক ১০ দিনব্যাপী এই অনুশীলন চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।
ইবাংলা/এইচআর/১৪ মার্চ-২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.