খেলার টিকিট কিনতে গিয়ে ভোগান্তি নতুন কিছু নয়। আগে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি হলেও গত কয়েক বছর ধরে সেটিও বন্ধ। তবে কদিন আগেই বিসিবি জানিয়েছিল আয়ারল্যান্ড সিরিজ থেকেই পাওয়া যাবে অনলাইন টিকিট। সিলেটে ১৮ মার্চ এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। শুরু থেকেই এই সিরিজের টিকিট অনলাইনে কাটতে পারবেন দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
আরও পড়ুনঃটি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’ মোস্তাফিজের
বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণা অনুষ্ঠানে তানভীর আহমেদ টিটু বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। এরপর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি। সবশেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।
ইবাংলা/এইচআর/১৫ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.