বামনার ওসি বশিরুল আলম অপরাধ,সন্ত্রাসী ও মাদকনির্মূলে আপষহীন বদ্ধপরিকর

বরগুনা জেলার বামনায় যোগদানের সময় থেকেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বশির আলম তার সঙ্গীয় সদস্যদের নিয়ে সদা-সর্বদা বামনা উপজেলার বিভিন্ন এলাকার অনিয়ম, অপরাধ, মাদক কারবারি, জঙ্গি সন্ত্রাসী দমনে নিয়মিত কাজ করেই যাচ্ছেন। তার এমন কাজে উপজেলার সর্বত্রের মানুষ বেশ উজ্জীবিত ও খুশি। মাদকাসক্ত ও মাদকদ্রব্য কারবারিতে বামনা উপজেলা রয়েছেন জিরোর কোটায়।

আরও পড়ুনঃরমজানে ব্যাংকে লেনদেন ৫ ঘণ্টা

পুলিশ প্রশাসন সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, বামনা উপজেলায় মাদক-সন্ত্রাস নির্মূলে কঠোর ভূমিকায় কাজ করছেন থানার অফিসার ইনচার্জ(ওসি) বশির আলম। স্থানীয় সমাজকর্মী মিজানুর রহমান মজনু জানান, ওসি বশির আলমের নেতৃত্বে বামনা থানা পুলিশ বিচক্ষণতার সাথে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করায় এ এলাকায় মাদকের হটস্পটখ্যাত এরিয়া থেকে মাদক কারবারি ও বাখাটে সন্ত্রাসীরা পালিয়েছে।

বামনা উপজেলার সুশীল সমাজের অনেকেই বলেন, বামনা থানার চৌকস পুলিশ অফিসারগণ ও পেশাদার পুলিশ সদস্যরা যদি তাদের দক্ষতা ও আন্তরিকতা কাজে লাগিয়ে কাজ করে তাহলেই আমাদের বামনা উপজেলা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। ওসি বশির আলম থানায় যোগদানের পর থেকে মাদক-সন্ত্রাস নির্মূলে দিন-রাত কাজ করে যাচ্ছেন সকল পুলিশ সদস্যগণ।

আরও পড়ুনঃনোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

সোনাখালি এলাকার বনিক সমিতির রহমান মল্লিক জানান, জনগণ ও পুলিশ মিলে একসঙ্গে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনা ও অপরাধ রোধ করা সম্ভব হবে। সন্ত্রাস- মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে হবে। সাথে সাথে বামনা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাহলেই বামনাসহ সারাদেশ থেকে মাদক-সন্ত্রাস নির্মূল করতে সহজ হবে।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বশির আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, ক্ষুধা-দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার আধুনিক কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে আপোষহীন ও দৃঢ়প্রত্যয়ী। মাদক নিয়ন্ত্রণে তার সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই আমরা মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে মুক্ত রাখার জন্য বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আমি ওসি বশির আলম বামনা উপজেলা মাদক মুক্ত অঙ্গীকার করেছি। বামনাকে মাদকমুক্ত করতে জনসচেতনতাও সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি করেছি। দেশের উন্নয়ন এবং ভবিষ্যত প্রজন্মের সুষ্ঠু বিকাশের স্বার্থে পুরো জাতিকে মাদকের বিরুদ্ধে জয়ী হতে হবে বিধায় এই এলাকার যুব সমাজকেও সচেতনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি। নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ এবং সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

ইবাংলা/এইচআর/১৫ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us