তুরস্কের পর ৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদকঃ

নিউজিল্যান্ডে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে দেশটির কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে।
দেশটির সংবাদপত্র জানিয়েছে- ভূমিকম্পের কারণে বর্তমানে সেখানে কোনো সুনামি আশঙ্কা নেই।

Islami Bank

আরও পড়ুন…কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১১

one pherma

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে- ভূমিকম্পের পর উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত উপকূলীয় এলাকায় সুনামি সতকর্তা জারি করেছিল দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। এই ভূমিকম্পের পর এখন কোনো সুনামি আশঙ্কা নেই। প্রতিবেদনে তথ্য অনুযায়ী, কার্মাডেক দীপপুঞ্জের অবস্থান নিউজিল্যান্ড থেকে এক হাজার কিলোমিটার উত্তর-পূর্বে।

ইবাংলা/এইচআর/১৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us