থমথমে অবস্থায় সুপ্রিম কোর্ট, বিপুল পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদকঃ

সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচনকে কেন্দ্র করে আজও (বৃহস্পতিবার) বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ২০ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সুপ্রিম কোর্ট চত্বরে অবস্থান নিয়েছে। এদিকে আইনজীবীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণের কথা রয়েছে। সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিএনপি সমর্থক আইনজীবীরা ভোটে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে আন্দোলন করছেন।

আরও পড়ুন…শেষ হচ্ছে হজের নিবন্ধনের সময়

বৃহস্পতিবার (১৬ মার্চ) নির্বাচনের দ্বিতীয় দিন ভোর থেকেই আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শ সদস্য অবস্থান নিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও নারী পুলিশ ও এপিবিএনসহ পাঁচ শতাধিক পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন থাকবে। ভোটকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে আজও থমথমে অবস্থা বিরাজ করছে। সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিএনপি সমর্থক আইনজীবীরা ভোটে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে আন্দোলন করছেন।

নির্বাচনের প্রথম দিন গতকাল বুধবার হট্টগোল-হাতাহাতি-পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও পুলিশের লাঠিচার্জের মধ্য দিয়ে ভোটগ্রহণ হয়। নির্বাচন পরিচালনাসংক্রান্ত কমিটি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে দিনভর সংঘর্ষ হয়। দ্বন্দ্বের কারণে নির্ধারিত সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু করা যায়নি।

আরও পড়ুন…আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

একপর্যায়ে ভোটকেন্দ্রে বিএনপিপন্থি আইনজীবীরা অবস্থান দিয়ে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে স্লোগান দিতে থাকলে পুলিশ ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিএনপিপন্থি আইনজীবীদের মিলনায়তনের ভেতর থেকে পুলিশ বের করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আইনজীবী ও সাংবাদিকসহ প্রায় ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুপুর ১২টার দিকে আবার ভোটগ্রহণ শুরু হয়। পরে একাধিকবার বিএনপিপন্থি আইনজীবীরা সংগঠিত হয়ে ভোটকেন্দ্রের দিকে বিক্ষোভ নিয়ে এগিয়ে যান। তবে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ইবাংলা/এইচআর/১৬ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us