কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন টাইগাররা

শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তার। নানা শেখ আবদুল মজিদ আদরের নাতির নাম শেখ মুজিবুর রহমান রাখলেও বাবা-মা তাকে ‘খোকা’ নামেই ডাকতেন।

Islami Bank

শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী। সমাজের সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর এই দিবসটি পালন করছে। বাদ পড়েননি ক্রিকেটাররাও।

আরও পড়ুন>> ওয়ানডের আগে তামিমকে ঘিরে শঙ্কা

শুক্রবার অনুশীলন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন সাকিব-তামিমরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটায় অনুশীলনে নামেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কেক কেটে উদযাপন করেন ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের পাশাপাশি সেখানে কোচিং স্টাফরা ছিলেন।

one pherma

আরও পড়ুন>> বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি: ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয় কেক কাটলেও তার দুই পাশে সাকিব-তামিম-মুশফিকরা ছিলেন। কেক কাটার পর হৃদয় সবাইকে খাইয়ে দেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। বেলা দুইটায় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us