গ্রেপ্তার, কারাভোগ, জামিন এমন নানা ঘটনার মধ্য দিয়ে শনিবার দিনটি কেটেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। দিনটিকে জীবনের সবচেয়ে বাজে দিন বলে উল্লেখ করেছেন তিনি নিজেই। তবে এই দিনটিতেই জীবনের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন ও সম্মানিত হয়েছেন বলে জানালেন এই চিত্রনায়িকা।
সারাদিনের ধকল সামলিয়ে এদিন রাত ১০টার দিকে এক ফেসবুক লাইভে এমন অনুভূতি প্রকাশ করেন মাহি। তিনি বলেন, ‘আজকে বিকেল চারটার সময় আমার জামিন হয়েছে এবং আমি বের হয়েছি। আজকের দিনটা আমার জীবনের সর্বোচ্চ রকমের বাজে দিন ছিল, কিন্তু আমার জীবনের চরম বাজে দিনে আমি আমার সর্বোচ্চ পুরস্কারটার পেয়েছি, আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি।’
আরও পড়ুন…মাহি দুপুরে কারাগারে, বিকেলেই জামিন
তিনি বলেন, ‘আজকের এই দিনে এত বড় বিপদে যেখানে আমাকে রক্ষা করার কেউ ছিল না, সেই দিন আমাকে মায়ের মতো স্নেহ দিয়ে যিনি আমাকে আগলিয়ে রাখলেন, যিনি আমাকে সেইফ করলেন, যার নির্দেশে আমি আজকে ন্যায় বিচার পেয়েছি, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কত ভালো মানুষ, তার অন্তরটা যে কত পবিত্র, তিনি যে কত মায়ের মতোন, আমি এটা বুঝাতে পারব না। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ।’
ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় প্রায় ৬ ঘন্টা কারাভোগের পর শনিবার রাতে জামিনে মুক্ত হন মাহি। এর আগে বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকা মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইবাংলা/এইচআর/১৯ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.