সেন্টমার্টিনে আটকা হাজারও পর্যটক

ইবাংলা ডেস্কঃ

বৈরি আবহাওয়া কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সকল নৌযান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে দ্বীপে যাওয়া প্রায় হাজের খানেক পর্যটক আটকে পড়েছেন। রোববার (১৯ মার্চ) দুপুর পৌনে একটায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

আরও পড়ুনরমজানে জাল নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

তিনি বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা একদিনের জন্য এই বন্ধ ঘোষণা করেছি। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।’

এমবি বার আউলিয়া জাহাজের যাত্রী মোহাম্মদ মোফাজ্জল জানান, সকাল সাড়ে ৯টায় টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে ছেড়ে যায় আমাদের জাহাজ। মাঝ সাগরে হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হয়। এতে সেন্টমার্টিন না গিয়ে পুনরায় টেকনাফের দিকে রওনা হয় জাহাজ।

আরও পড়ুনশিক্ষার্থীদের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আজ একদিন জাহাজ আসবে না। সেন্টমার্টিনে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। তারা স্বাভাবিক আছেন। আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না। আগামীকাল জাহাজ আসলে জাহাজ আসলে সকলের নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।’

ইবাংলা/এইচআর /১৯ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us