আবারও বলিউড ভাইজানকে হুমকি

ইবাংলা ডেস্কঃ

গতবছর জুনের পর এবার ফের হুমকি পেলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। শনিবার একটি ইমেইল এসেছে অভিনেতার ম্যানেজারের কাছে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, সেই মেলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রার-এর এক সহযোগী। মেলটিতে উল্লেখ করা হয়েছে তিহাড় জেল থেকে দেয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কথাও। মেইলে বলা হয়েছে, সালমান খানের সঙ্গে মুখোমুখি কথা বলতে চায় গোল্ডি।

Islami Bank

আরও পড়ুন৪৫তম মস্কো চলচ্চিত্র উৎসবের বিচারক বাংলাদেশি যুবরাজ

ওই মেলের কথা জানতেই লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার ও মোহিত গর্গ নামে অন্য এক মাফিয়ার বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার বিকেলে সালমানের ম্যানেজারের কাছে আসা ওই হুমকি ইমেইলটি করা হয়েছে মোহিত গর্গ নামে একজনরে ইমেইল থেকে। সেখানে লেখা হয়েছে, ‘গোল্ডি ভাই কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে। কিছু হিসাব চোকাতে হবে। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরের বার ঝটকা লাগবে।’

ওই ইমেইলে সাফ জানিয়ে দেয়া হয়েছে কথা না শুনলে পরিণাম ভালো হবে না।  ইমেইলটি পাওয়ার পরই বান্দ্রা পুলিশে অভিযোগ করেন সালমানের ম্যানেজার। এনিয়ে বান্দ্রা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই খবর পাওয়ার পরই সালমানের নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। আগেই সালমান বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

one pherma

আরও পড়ুনসাকিব এখন গ্র্যাজুয়েট!

গত বছর জুন মাসে প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি হুমকি চিঠি পান সালমানের বাবা সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে এই চিঠি রাখা ছিল। তাতে স্পষ্ট বলা হয়েছে, সিধু মুসেওয়ালার (পাঞ্জাবী র‍্যাপার, যাকে খুন করা হয়েছে) মতো পরিণতি হবে সালমান খান এবং তার বাবা সেলিম খানের। এরপরই বান্দ্রা থানার দ্বারস্থ হয় খান পরিবার।

ইবাংলা/এইচআর /২০ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us