রুমায় ট্রাক-চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত ৪

ইবাংলা ডেস্কঃ

বান্দরবানের রুমায় ট্রাক ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। সোমবার (২০ মার্চ) বেলা দেড়টার দিকে রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুনআরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

one pherma

স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান, দুপুরে রুমা বাজার থেকে একটি ট্রাক বগালেক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই চান্দের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইবাংলা/এইচআর /২০ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us