কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ২২

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় আন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Islami Bank

এতে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি এবং নর্থ কিভু প্রদেশের বেশ কয়েকটি গ্রামে গত ১৮ মার্চ সন্ত্রাসীদের হামলায় এই প্রাণহানি ঘটে।

আরও পড়ুন>> বিয়ের আগেই অর্জুন-মালাইকা হানিমুনে

নিহতদের মধ্যে ইতুরি প্রদেশের ১২ জন এবং নর্থ কিভু প্রদেশের ১০ জন রয়েছেন। এ ছাড়া নর্থ কিভু প্রদেশের মাউন্ট কিয়াভিরিমুর এনগুলি গ্রাম থেকে তিনজনকে অপহরণ করে সন্ত্রাসীরা।

one pherma

এ ঘটনায় কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।

আরও পড়ুন>> বিয়ের আগেই অর্জুন-মালাইকা হানিমুনে

উল্লেখ্য, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও কঙ্গোর পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে সহিংসতা চলছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us