বাড়ানো হল ভাইজানের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদকঃ

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয়ের হুমকির পর নিরাপত্তা আরও বাড়ানো হল বলিউড সুপারস্টার সালমান খানের। সেই সঙ্গে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে সালমানকে সবরকম গ্রাউন্ড এক্টিভিটি বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। প্রতিদিন সালমানের বাসার বাইরে তার অগণিত ভক্তরা ভিড় করেন। কিন্তু গ্যালাক্সির ত্রিসীমানায় অপরিচিত কাউকে ঘেঁষতে দিচ্ছে না পুলিশ। গতকাল রাতভর সালমানের বাসার বাইরে পুলিশ সদস্যদের দেখা গেছে। গ্যালাক্সির বাইরে পুলিশের গাড়ির সারি।

Islami Bank

আরও পড়ুনজামিন পেলেন চিত্রনায়িকা মাহির স্বামী রকিব সরকার

one pherma

অভিনেতার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, হুমকি ভরা ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন। এই মামলার গভীরতা আর সালমানে সুরক্ষার কারণে বান্দ্রা পুলিশ আইপিসির ধারা ৫০৬ (২), ১২০ (বি), এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি বরাড়, আর রোহিত বরাডের বিরুদ্ধে মামলা করেছে। আপাতত সালমান খানের বাড়ির চারপাশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

ইবাংলা/এইচআর /২১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us