বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন সাকিব

ইবাংলা ডেস্কঃ

মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলন বা ম্যাচ না থাকায় দলের খেলোয়াড়রা সিলেটে বেশ ফুরফুরে মেজাজে আছেন। কেউ হোটেলরুমে বিশ্রামে কেউবা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তবে সাকিব আল হাসানের যেন নেই কোনো বিরাম। সিলেট থেকে সকালেই ছুটে এসেছেন ঢাকায়। বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Islami Bank

আরও পড়ুনবঙ্গবন্ধু কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সাকিব। সে সময় ছোটবেলার প্রসঙ্গ টেনে সাকিব বলেন, শৈশবে পাইলট হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি মনে করি এখন বিমানের সঙ্গে আছি, আমি আমার সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করবো। এরপর তার কাছে জানতে চাওয়া হয় এতকিছু কি করে পারেন। সাকিবের অকপট জবাব, যে পারে সে সবই পারে।

one pherma

এদিকে আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ দল। ইতোমধ্যে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।

ইবাংলা/এইচআর /২১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us