ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। বুধবার (২২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন…বাংলাদেশ এখন করোনামুক্ত: স্বাস্থ্যমন্ত্রী
টুইটে তিনটি ছবি পোস্ট করে বলা হয়েছে, রাষ্ট্রদূত হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাণিজ্য থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
Ambassador Haas met with Minister Obaidul Quader, Awami League General Secretary, and discussed free and fair elections in Bangladesh and the range of important work the United States and Bangladesh share, from trade, to people-to-people ties, to security cooperation. pic.twitter.com/jfwIRgosEJ
— U.S. Embassy Dhaka (@usembassydhaka) March 22, 2023
প্রতিনিধিদলে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ. আরাফাতও উপস্থিত ছিলেন।
ইবাংলা/এইচআর /২২ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.