রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে সুরাত আদালত। মোদী উপাধি নিয়ে মন্তব্যের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। তবে আদালত রাহুল গান্ধীর জামিনও মঞ্জুর করেছে। সুরাতের আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০১৯ সালে, রাহুল গান্ধী মোদী উপাধি নিয়ে মন্তব্য করেছিলেন। একই মামলায় আদালত রাহুল গান্ধীকে শাস্তি দিয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় রায় দিয়েছে সুরাত আদালত।
আরও পড়ুন…সৌদি আরব ও ইরান পুনরায় দূতাবাস চালুর ঘোষণা
রাহুল গান্ধীর আইনজীবী কিরিট পানওয়ালা জানিয়েছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এইচ ভার্মার আদালত গত সপ্তাহে উভয়পক্ষের শুনানি শেষ করে ৪ বছরের পুরনো মানহানি মামলার রায় ঘোষণার জন্য ২৩ মার্চ দিন ধার্য করেন।
জানা গিয়েছে, সাজা ঘোষণার পরপরই রাহুল গান্ধী জামিনও পেয়েছেন। তবে সুরাত আদালত জামিন না দিলে রাহুল গান্ধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারতেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। উচ্চ আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন…আন্তর্জাতিক আদালত উড়িয়ে দেওয়ার হুমকি!
রাহুল গান্ধীকে মানহানির মামলায় আদালত দোষী সাব্যস্ত করার পরে, সুরাতের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ বলেছেন যে রাহুল গান্ধীর বক্তব্যে কেবল সুরাতেই নয়, গুজরাটের পুরো ওবিসি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়েছে এবং তিনি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।
এই ঘটনার পরে নিজেই ট্যুইট করেছেন রাহুল গান্ধী। মহাত্মা গান্ধীর একটি উদ্ধৃতি ট্যুইট করে লিখেছেন, ‘আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম।’
ইবাংলা/এইচআর /২৩ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.