শামীম ওসমান অসুস্থ, হাসপাতালে ভর্তি

ইবাংলা ডেস্কঃ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ)  দুপুরে তাঁর ছেলে অয়ন ওসমান নিজের ফেসবুক ওয়ালে বিষয়টি প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন সবার কাছে।

Islami Bank

আরও পড়ুন…তত্ত্বাবধায়ক সরকার আর কখনো ফিরে আসবে না

অয়ন ওসমান লেখেন, ‘আব্বু গতকাল রাত থেকে অসুস্থ এবং বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা সবাই ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি।’

one pherma

অসুস্থতার বিষয়ে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি গণমাধ্যমকে বলেন, ‘বুধবার রাত থেকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ডাক্তাররা বিভিন্ন টেস্ট দিয়েছেন। টেস্ট রিপোর্ট পেলে ব্যথার কারণ জানা যাবে।’

ইবাংলা/এইচআর /২৩ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us