প্রয়াত হলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার

বিনোদন ডেস্কঃ

বলিউডে নক্ষত্রপতন। নির্মাণের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। শুক্রবার ভোরে মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। পরিণীতা, লাগা চুনরি মে দাগ, মর্দানি– এইসব জনপ্রিয় সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। আচমকা তাঁর মৃত্যতে শোকস্তব্ধ বলিউড।

Islami Bank

আরও পড়ুন… সারা-শেহনাজের ‘অন্তরঙ্গ ভিডিও’ ফাঁস

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ডায়ালাইসিস চলছিল তার। হঠাৎই শরীরের পটাশিয়ামের পরিমাণ কমে যায়। পরিস্থিতি দ্রুত খারাপ হয়। পরে শুক্রবার (২৪ মার্চ) ভোররাতে হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় পরিচালকের। বলিউডের এ নির্মাতা ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনের মাধ্যমে। অনেক অ্যাড ফিল্ম পরিচালনা করেছেন তিনি। এরপর পরিচালক হিসেবে ‘পরিণীত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। অভিনেতা সাইফ-বিদ্যা অভিনীত এ সিনেমাটি হিট হয়েছিল সেই সময়।

one pherma

আরও পড়ুন… প্রায় দেড় যুগ পর দক্ষিণী সিনেমায় শিল্পার চমক

সময়ের সঙ্গে নিজেকে সমানতালে রেখেছেন এ বাঙালি পরিচালক। ওটিটি প্লাটফর্মেও কাজ করেছিলেন তিনি। ‘কোল্ড লস্যি অউর চিকেন মশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’-র মতো ওয়েব সিরিজ পরিচালনা করতে দেখা গেছে তাকে।

ইবাংলা/এইচআর /২৪ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us