পার্লামেন্টে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে কটূক্তি করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের কারাদণ্ড দেন আদালত। আর দুই বছর দণ্ড পাওয়ায় পার্লামেন্টের সদস্যপদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি।

রাহুল গান্ধী পার্লামেন্টের সদস্যপদ হারানোর ব্যাপারে লোকসভা দপ্তর এক বিবৃতিতে বলেছে,  শ্রী রাহুল গান্ধী, লোকসভার কেরালার ওয়ানাড আসন থেকে, দণ্ড পাওয়ার দিন ২৩ মার্চ ২০২৩ সাল থেকে, ভারতীয় সংবিধানের ১৯৫২ সালের জনপ্রতিনিধি আইনের ১০২(১) ৮ ধারা অযোগ্য হয়ে গেছেন। স্থানীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে রাহুল গান্ধী লোকসভায় গেলে সেখানে ব্যাপক হট্টগোল হয়। বিক্ষোভ-প্রতিবাদের জেরে দুপুর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হয়। এরপর রাহুল সেখান থেকে চলে যান।

আরও পড়ুন… চীনে নতুন একটি স্বর্ণের খনি সন্ধান

এই পরিস্থিতিতে শুক্রবার নরেন্দ্র মোদি সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। এদিন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তারা।

২০১৯ সালের নির্বাচনি এক র‌্যালিতে মোদিকে নিয়ে ‘অপমানসূচক’ মন্তব্য করেছিলেন রাহুল। সেই মন্তব্যের জেরে তাকে দোষী সাবস্ত্য করা হয়েছে। কারাদণ্ডের রায়ের পর রাহুল ৩০ দিনের জামিন পেয়েছেন।

ইবাংলা/এইচআর /২৪ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us