শামীম ওসমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

ইবাংলা ডেস্কঃ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বাদ জুমা নামাজের পর মসজিদে  মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শামীম ওসমানের দ্রুত রোগমুক্তি কামনাসহ ওসমান পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। জুমার নামাজের পর নাসিকের (নারাণগঞ্জ সিটি করপোরেশন) সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মসজিদ, পাইনাদী সি আই খোলা বাইতুল জান্নাত শাহী জামে মসজিদে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ এ দোয়া অনুষ্ঠিত হয়।

Islami Bank

আরও পড়ুন… ফখরুলের মুখে মতপ্রকাশের স্বাধীনতা ভূতের মুখে রাম রাম

বৃহস্পতিবার শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে রাজধানীর এভার কেয়ারে হাসপাতালে ভর্তি হন  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এমপি।

one pherma

সাবেক কাউন্সিলর ওমর ফারুক বলেন, এ.কে.এম শামীম ওসমান মুজিব সৈনিক, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রাণ পুরুষ এবং অভিভাবক। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীর সাহসের বাতিঘর । আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে তোলে সে জন্য নারায়ণগঞ্জ সহ দেশবাসীর নিকট দোয়া চাই।অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন বলেন, শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সবসময় একতাবদ্ধ। তিনি অসুস্থ হলে মনে হয় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অসুস্থ তাই সকলের নিকট ওনার সুস্থতার জন্য দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার নারায়ণগঞ্জে ফিরে আসে সেজন্য সকলে দোয়া করবেন।

ইবাংলা/এইচআর /২৪ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us