রুশ হামলায় ইউক্রেনে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবার মধ্যরাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। বাখমুতে রাশিয়ার বিরুদ্ধে খুব শিগগিরই জোরালো হামলা চালানো হবে বলে জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার মূল সেনাদল হতে ওয়াগনার বাহিনীকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে তারা।

Islami Bank

আরও পড়ুন… যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে মিয়ানমার

এ শহরের নিয়ন্ত্রণ পেতে মরিয়া রুশ বাহিনী একের পর এক হামলা চালিয়েও ইউক্রেন সেনাদের হটাতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ বাখমুত ঘিরে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী।গত বছরের নভেম্বরের পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি পায়নি রাশিয়া। এরপর থেকে সেখানে নতুন করে সেনা পাঠিয়েছে মস্কো। সবশেষ বাখমুত ঘিরে ব্যাপক যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

one pherma

এদিকে, ইউরোপীয় নেতাদের কাছে অবিলম্বে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি, দীর্ঘতম ও রক্তক্ষয়ী যুদ্ধে বাখমুতের কাছে রুশ সৈন্যরা ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগ নেওয়ার পরিকল্পনার কথা ব্যক্ত করলে জেলেনস্কি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের এ দাবি জানান।

ইবাংলা/এইচআর /২৫ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us