থানচি বাজারে ভয়াবহ আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শনিবার (২৫ মার্চ)  সকাল ৮টায় এ আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি ফায়ার সার্ভিসের লিডার পেয়ার মোহাম্মদ। স্থানীয়রা জানান, থানচি বাজারে হঠাৎ আগুন লেগে চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

Islami Bank

আরও পড়ুন…  বান্দরবানের কেউক্রাডং থেকে ৩ জনকে অপহরণ

one pherma

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুনে প্রায় ৫০টির বেশি দোকান পুড়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ-ছয় কোটি টাকা।

ইবাংলা/এইচআর /২৫ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us