ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ইবাংলা ডেস্কঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।নিহত ব্যক্তি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে মুন্নী খানম (১৬)। তিনি মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

Islami Bank

আরও পড়ুন… গলায় ফাঁস দিয়ে সচিবের স্ত্রীর আত্মহত্যা

শনিবার (২৫ মার্চ) দুপুরে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, একই উপজেলার ব্যাসপুর গ্রামের আবিরের সঙ্গে মুন্নী খানমের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সকালে ওই ছেলের সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মন্নী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। পরে মন্নীর ফোনের ডায়াল কলে এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে।

one pherma

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মো. ফিরোজ আলম জানান, মন্নী পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোনের বাড়িতে যাচ্ছিল। এ সময় বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ইবাংলা/এইচআর /২৫ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us