আবারও ঢাকাই সিনেমায় মিঠুন চক্রবর্তী

ফের ঢালিউডের সিনেমা দেখা যাবে টলিউড-বলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ছবির নাম—হিরো। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান নামে এক নির্মাতা। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

Islami Bank

সিনেমার বিষয়ে কথা বলতে কলকাতায় অবস্থান করছেন কামরুজ্জামান রোমান। তিনি সেখান থেকে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘মিঠুন দার সঙ্গে কাজের ব্যাপারে আমাদের চূড়ান্ত মিটিং হয়েছে। তিনি সিনেমাটির গল্প পছন্দ করেছেন। শিগগিরই আমরা তাকে চুক্তিবদ্ধ করব। তিনি কাজ করবেন এটি শতভাগ নিশ্চিত। আগামী অক্টোবর অথবা নভেম্বরে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। বাকি শিল্পীদের চূড়ান্ত করে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাব।’

আরও পড়ুন: ‘মুক্তিযোদ্ধারা কোনো কিছুর বিনিময়ে যুদ্ধ করেনি’

one pherma

আব্দুল্লাহ জহির বাবু বলেন, “আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নায়ক মিঠুন চক্রবর্তী আমার লেখা ‘হিরো’ সিনেমার ন্যারেশন শুনে বললেন- ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করব। ধন্যবাদ এইচ.কে.এস ফিল্মস আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে আমার উপর বিশ্বাস রাখার জন্য।’

এর আগে ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত ‘অবিচার’ শিরোনামের যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন মিঠুন। এরপর ২০১০ সালে ‘গোলাপি এখন বিলেতে’ ছবিতে অভিনয় করেন তিনি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us