টাঙ্গাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ইবাংলা ডেস্কঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) দুপুরে খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে তারা ডুবে যায়। নিহতরা হলো, উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। স্থানীয় গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের সুজয় পাল দশম শ্রেণির শিক্ষার্থী ও লিখন পাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই।

Islami Bank

আরও পড়ুন… স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

one pherma

স্থানীয়রা জানান, রোববার দুপুরে দুই ভাইসহ তাদের বন্ধুরা মিলে বাড়ির পাশেই যমুনা নদীতে গোসল করতে যায়। এ সময় বড় ভাই সুজয় পাল সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে ছোট ভাই লিখন পাল এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। এ সময় তাদের বন্ধু ও স্থানীয়রা নদীতে নেমে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইবাংলা/এইচআর /২৭ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us