বরগুনায় কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

গোলাম কিবরিয়া, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলা জুড়ে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠছে। তারা একের পর এক অঘটন ঘটিয়েই যাচ্ছেন। গ্যাং নেতা সানি (২৮) সাইফ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে। শনিবার বিকালে বরগুনা সদরের গৌরীচন্না এলাকার দক্ষিণ মনাসাতলী এলাকায় এই ঘটনা ঘটে। কিশোর গ্যাং নেতা সানি গত মাসে এক ট্রাক চালককে প্রকাশ্যে সদরের টাউন হল এলাকায় দেশীয় অস্ত্র সহ কুপিয়ে-পিটিয়ে জখম করে। এই ঘটনায় ওই যুবকের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। কিশোর গ্যাং নেতা সানিকে গ্রেপ্তারে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে সদর থানা পুলিশ।

আরও পড়ুন… বরগুনায় মাদক কারবারীদের হামলা, পুলিশসহ আহত ৩

মামলার বরাত দিয়ে সদর থানা পুলিশ জানায়, শনিবার বিকালে মুসলিম পারা জামে মসজিদে আসরের নামাজ আদায় করে দক্ষিণ মনাসাতলী এলাকার অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট নূর আলম মোল্লার ছেলে ইমামুজ্জামান সাইফ ইফতারির উদ্দেশ্যে বাসায় ফিরছিলেন। এসময় সানি হঠাৎ তার উপরে হামলা চালায়। এরপর প্রকাশ্যে দেশীয় অস্ত্রসহ ওই যুবককে কুপিয়ে জখম করে চলে যায়। এলাকার লোকজন স্বজনদের খবর দিয়ে সাইফকে হাসপাতালে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শী আব্দুল কাইয়ুম বলেন, সাইফ বাড়িতে ফেরার সময় কিশোর গ্যাং নেতা সানি হঠাৎ তিনটি মটরসাইকেলসহ তার বাহিনীর সদস্যদের নিয়ে হামলা চালায় সাইফের উপর। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। আমরা ভয়ে দূর থেকে দেখেছি। কেউ বাঁধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করতো। বরগুনায় সবাই সানিকে ভয় পায়।

আরও পড়ুন… বরগুনায় পাসপোর্ট অফিসের তিন দালালকে কারাদণ্ড

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, সানি নামে বরগুনা সদর থানায় কিশোর গ্যাংএর নেতৃত্ব দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মারধর, কুপিয়ে জখম, ইভটিজিং, অপহরণ, ছিনতাই মাদকসহ ১৬টি মামলা রয়েছে। এ ছাড়াও আদালতে তার বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। বরগুনার আশেপাশের থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ একাধিকবার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে সে জামিনে বের হয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের স্ত্রী রিপা বেগম। সানির বড় ভাই সুমনের নামেও একাধিক মামলা ছিল। ৭ বছর আগে জমি দখল করতে গিয়ে বেতাগী এলাকায় গনধোলাইতে নিহত হয়েছিল সুমন।

ইবাংলা/এইচআর /২৭ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us