রাজধানীর পাঁচ তারকা হোটেলে জাতীয় পার্টির এক সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতারও করেন। আর ইফতার শেষে ওই হোটেলে মাগরিবের নামাজ আদায় করেন তারা। আর সেই নামাজের ইমামতি করেন জিএম কাদের নিজেই।
সোমবার (২৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির খন্দকার দেলোয়ার জালালী।
আরও পড়ুন: ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও
তিনি জানান, আজ সোমবার(২৭ মার্চ) ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় ইফতার ও ডিনার আয়োজন ছিল। সেখানে ইফতার শেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা মাগরিবের নামাজ আদায় করেন। আর নামাজের ইমামতি করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
হোটেলে দুইটি স্থানে নামাজ পড়ানো হয়েছে বলেও জানান তিনি।
জিএম কাদেরের ইমামতির ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে খন্দকার দেলোয়ার জালালী লিখেন, নেতা অর্থ ইমাম। তিনিই প্রকৃত নেতা যিনি রাজনীতির মাঠে নেতৃত্ব দিবেন আবার নামাজের জামায়াতেও ইমামতি করবেন।
আরও পড়ুন: স্বাধীনতার মাসেই পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেল চলবে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, মো. রেজাউল ইসলাম ভুঁইয়া, সংসদ সদস্য নাজমা আকতার, জহির উদ্দিন জহির, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, সংসদ সদস্য রওশন আরা মান্নান, মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, এইচএম শাহরিয়ার আসিফ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান প্রমুখ।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.