জার্মানির অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পেলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ

অবশেষে লিওপার্ড ২ ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন। সোমবার (২৭ মার্চ) ১৮ টি ট্যাংক পূর্ব ইউরোপের এই দেশটিতে পৌঁছায়। জার্মান চ্যান্সেলর শলৎস জানিয়েছেন, ‘ইউক্রেনকে ১৮টি লিওপার্ড টু ট্যাঙ্ক দিয়েছে জার্মানি। এই অত্যাধুনিক ট্যাঙ্ক কীভাবে চালাতে হয়। ইউক্রেনের সেনাকে তার প্রশিক্ষণও দেয়া হয়েছে।’ শলৎস আরো বলছেন, ‘আমি নিশ্চিত, এই ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে বদল নিয়ে আসবে।’

Islami Bank

আরও পড়ুন… ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত, আহত ২৯

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর কাছে আধুনিক সামরিক সরঞ্জাম প্রদানের আহ্বান জানিয়ে আসছিল ইউক্রেন। ইউক্রেনকে ইতিমধ্যেই ট্যাংক দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্য।

অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটের কাছে শুধু ট্যাংক নয়, যুদ্ধবিমানও চাইছেন। যদিও এখনো কোন দেশই তা দেবার স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। এদিকে জার্মান ট্যাংকের পাশাপাশি পর্তুগালের দেওয়া তিনটি লেপার্ড ট্যাংকও ইউক্রেনে পৌঁছেছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

one pherma

আরও পড়ুন… জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চায় ইউক্রেন

উল্লেখ্য, লিওপার্ড ২ ট্যাংক অত্যাধুনিক এবং বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক বলে বিবেচনা করা হয়। জার্মানি এই ট্যাংক তৈরি করলেও জার্মান সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে। এছাড়া ইউরোপের বাইরে কানাডা ও ইন্দোনেশিয়াও এই ট্যাংক ব্যবহার করে। অত্যাধুনিক এই ট্যাংকের নানা বৈশিষ্ট্য আছে। ডিজাইনও বিভিন্ন রকম হয়। এই ট্যাংকে নাইটভিশন ইকুইপমেন্ট এবং লেজার রেঞ্জ ফাইন্ডার আছে, যার সাহায্যে লক্ষ্যবস্তুর দূরত্ব পরিমাপ করা যায়।

ইবাংলা/এইচআর /২৮ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us