বাংলাদেশ ইন্টারগভর্মেন্টাল ওশেনোগ্রাফিক কমিশন (আইওসির) রিজিয়নাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নবম আন্তসরকারি অধিবেশন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে। বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি, আইওসি-ইউনেস্কো সচিবালয়, ইন্ডিয়ান ওশান কমিশন এবং বিশ্বব্যাংকের স্বতন্ত্র পর্যবেক্ষক ও প্রতিনিধিরা এ সেশনে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন… একই পরিবারের ৩ জনের বেশি ব্যাংকের পরিচালক নয়
মঙ্গলবার (২৮ মার্চ) দেশের বাইরে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এক ভিডিও বার্তার মাধ্যমে তিন দিনব্যাপী সেশনের উদ্বোধন ঘোষণা করেন এবং আয়োজক দেশের পক্ষে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে – বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব এবং ইয়েমেন।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এই অঞ্চলের নিরাপত্তা, সংযোগ, শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা; প্রকল্প গ্রহণ; এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আহ্বান জানান।
আরও পড়ুন… গাজীপুর সিটিতে জাহাঙ্গীরের মেয়র পদ পাবার সিদ্ধান্ত বৃহস্পতিবার
প্রথম দিনের অধিবেশনে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম এবং আইওসির নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন। এ ছাড়া আইওসি সভাপতি এরিয়েল হার্নান ট্রয়সি, ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির মহাসচিব মাইকেল ডব্লিউ লজ এবং আইওসি আফ্রিকার সভাপতি প্রফেসর আফিয়ান কৌদিও ভিডিও বার্তার মাধ্যমে প্রথম দিনের অধিবেশনে বক্তব্য দেন।
আগামী দুই দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারীরা আইওসিআইএনডিআইও -এর অগ্রাধিকার প্রোগ্রাম ও প্রকল্প, ইউনেস্কো এবং আইওসি-এর সাম্প্রতিক উন্নয়ন, ২০২১-২০২৩ সালের আইওসিআএনডিআইও -এর বিভিন্ন কার্যক্রম, সূনীল অর্থনীতি, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্রের বাস্তুতন্ত্র ও মানবস্বাস্থ্য, জাতিসংঘ ঘোষিত ইউএন-এর ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং ২০২৩-২০২৫ অর্থবছরের বাজেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
ইবাংলা/এইচআর /২৮ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.