সৌদিতে বাস দুর্ঘটনা: নিহতদের মধ্যে ৮ জনই বাংলাদেশি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ২০ ওমরাহ যাত্রীর মধ্যে আটজন বাংলাদেশি রয়েছেন। এছাড়া ঐ ঘটনায় আহত ২৯ জনের মধ্যেও ১০ জন বাংলাদেশি রয়েছেন।

Islami Bank

মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু

one pherma

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত গাড়ির যাত্রীরা সবাই দেশটির কাসিম প্রদেশ থেকে ওমরাহ করতে যাচ্ছিলেন। সেতুর সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

জানা গেছে, হতাহত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই কক্সবাজারের বাসিন্দা। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us