সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ

প্রথম ম্যাচের ধারাবাহিকতাই ধরে রাখতে চায় টাইগাররা। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুপুর ২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা৷ ফলে বেশ ফুরফুরে মেজাজেই আছে ক্রিকেটাররা।

Islami Bank

আরও পড়ুন… মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ বললেন কনমেবল প্রেসিডেন্ট

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে যা চতুর্থবার ২০০ পেরোনো ইনিংস। তবে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। তাসকিন আহমেদের তোপের মুখে যেখানে ৫ উইকেট হারিয়ে ৮১ রান তোলতে সমর্থ হয় আইরিশরা৷ ২২ রানের জয় পায় টাইগাররা।

দ্বিতীয় ম্যাচের আগে একদিনের বিশ্রামে ছিল বাংলাদেশ। অবশ্য দলের সব খেলোয়াড় বিশ্রামে দিন কাটালেও অধিনায়ক সাকিবের ব্যস্ততা কম ছিল না। খেলা বা অনুশীলন না থাকায় সেই সুযোগে সাকিব ছুটেছিলেন বিজ্ঞাপনের কাজে। এদিকে প্রথম ম্যাচে কাঁধের চোটে পড়া রনির অবস্থাও ভালো। জানা গেছে দ্বিতীয় ম্যাচ খেলতে নেই কোনো বাধা।

one pherma

বাংলাদেশের বিশ্রামের দিনে উল্টো অনুশীলনে ঘাম ঝরিয়েছে আয়ারল্যান্ড দল। জহুর আহমেদের মাঠের নেটে ব্যস্ত সময়ই পার করেছেন সফরকারীরা। আইরিশদের জন্য ম্যাচটা ডু অর ডাই। সিরিজ হার এড়াতে, জিততেই হবে আজকে। বাংলাদেশকে সমীহ করেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে আয়ারল্যান্ড।

আরও পড়ুন… সাকিব, লিটন নয় কেকেআরের নতুন অধিনায়ক নীতিশ

অবশ্য আয়ারল্যান্ড থেকেও শক্তিশালী প্রতিপক্ষ এখন আবহাওয়া। প্রতিদিন বৃষ্টি হচ্ছে দেশে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ভণ্ডুল হয়ে যাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে অনুষ্ঠিত হওয়া একমাত্র ম্যাচেও জয় এসেছে বৃষ্টি আইনে৷

ইবাংলা/এইচআর /২৯ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us