পর্যটক টানতে পাঁচ বছরের ভ্রমণ ভিসা ঘোষণা মিশরের

আন্তর্জাতিক ডেস্কঃ

অর্থনৈতিকভাবে ভীষণ ধুঁকছে মিসর। দেশটিতে বৈদেশিক মুদ্রার ব্যাপক সংকট দেখা দিয়েছে। সেটা কাটিয়ে উঠতে আরও বেশি পর্যটক টানতে উদ্যোগ নিয়েছে তারা। নতুন ভিসা ঘোষণা করেছে সুদূর আফ্রিকার দেশটি। এ জন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি। ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে মিসর। এ জন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার।

আরও পড়ুন… সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পর্যটন ও পুরাকীর্তিমন্ত্রী আহমেদ ইসা বলেন, ‘‌মিসর ৭০০ ডলারে পাঁচ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে। এ প্রথমবারের মতো পর্যটনে রাজস্ব বাড়াতে একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করেছে উত্তর আফ্রিকার দেশটি।’ এ ছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন।

স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিনিয়োগকারীরা। মিসরে তাদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

ইবাংলা/এইচআর/২৯ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us