অর্থনৈতিকভাবে ভীষণ ধুঁকছে মিসর। দেশটিতে বৈদেশিক মুদ্রার ব্যাপক সংকট দেখা দিয়েছে। সেটা কাটিয়ে উঠতে আরও বেশি পর্যটক টানতে উদ্যোগ নিয়েছে তারা। নতুন ভিসা ঘোষণা করেছে সুদূর আফ্রিকার দেশটি। এ জন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি। ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে মিসর। এ জন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার।
আরও পড়ুন… সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পর্যটন ও পুরাকীর্তিমন্ত্রী আহমেদ ইসা বলেন, ‘মিসর ৭০০ ডলারে পাঁচ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে। এ প্রথমবারের মতো পর্যটনে রাজস্ব বাড়াতে একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করেছে উত্তর আফ্রিকার দেশটি।’ এ ছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন।
স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিনিয়োগকারীরা। মিসরে তাদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
ইবাংলা/এইচআর/২৯ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.