দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক আইনজীবী। একই মামলায় পত্রিকাটির সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বুধবার মধ্যরাতে রমনা থানায় আবদুল মালেক নামের ওই আইনজীবী মামলাটি করেন। রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনসারকে এ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন… রাজধানীতে বাজারে অভিযান, জরিমানা ৯৫ হাজার
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এর (২), ৩১, ৩৫ আনা অভিযোগে বলা হয়েছে, আসামিরা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা তথ্য প্রচার করেছে। এর আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় মামলা করেন যুবলীগ নেতা গোলাম কিবরিয়া। গতকাল ভোরে সাভারের বাসা থেকে আটক হন তিনি।
গত ২৬ মার্চ সাভার থেকে প্রথম আলো পত্রিকায় ‘চাল, মাংসের স্বাধীনতা চাই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। আলোচিত সেই প্রতিবেদনে ‘ভুলক্রমে’ জাকির নামে এক দিনমজুরের উক্তির সঙ্গে এক ফুল বিক্রেতা শিশুর ছবি দেয়া হয় বলে পরে সংবাদমাধ্যমটি জানায়। বিষয়টি নিয়ে কথা উঠলে প্রতিবেদনটি সংশোধন করা হয় এবং ‘অসঙ্গতিপূর্ণ’ ছবিটি মুছে দেয়া হয়।
ইবাংলা/এইচআর/৩০ মার্চ ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.