‘বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি’

আসন্ন গ্রীষ্মে বার্সেলোনার কাছ থেকে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। সর্বশেষ আপডেট হিসেবে আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এডুল এই দাবি করেছেন। এই গ্রীষ্মেই প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন সুপার স্টারের সঙ্গে। অবশ্য মৌখিক ভাবে বিশ্বকাপের পর প্যারিস জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল।

Islami Bank

আরও পড়ুন: অর্থসংকটে বাংলাদেশের অলিম্পিক বাছাই খেলা হচ্ছে না

তবে এর পর সব কিছুর নাটকীয় পরিবর্তন ঘটতে থাকে। মেজর সকার লীগ (এমএসএল), সৌদি আরব ও বার্সেলোনার সঙ্গে যোগাযোগ থাকা সত্বেও মেসির সামনে একমাত্র চুক্তিপত্র উপস্থাপন করেছে পিএসজি। তবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেননি মেসি। এডুলের দাবি, মেসি যদি পিএসজিতে থেকে যাওয়ার বিষয়ে শতভাগ মনস্থির করতেন, তাহলে চুক্তিতে ইতোমধ্যে সই করতেন। বরং ওই সাংবাদিক মনে করেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

one pherma

আরও পড়ুন: ফের বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়

অবশ্য এখনই প্যারিসের ক্লাবের প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করেননি। তার আশা নতুন আরেকটি প্রস্তাব নিয়ে হাজির হবে পিএসজি। তবে সব কিছু নির্ভর করছে আর্থিক সংকট কাটিয়ে মেসির জন্য পর্যাপ্ত ব্যয় করার সামর্থ্য বার্সেলোনার আছে কিনা সেটির উপর। এই গ্রীষ্মের আগেই মজুরি বাবদ খরচ ২০০ মিলিয়ন ইউরো কমাতে হবে কাতালান জায়ান্টদের। পাশাপাশি নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য অভ্যন্তরীণ খাতের রাজস্ব আয়ও বাড়াতে হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us