রণবীরের সঙ্গে মেহেন্দির দিন ভীষণ বিরক্ত লাগছিল

বিনোদন ডেস্কঃ

রণবীরের সঙ্গে মেহেন্দির দিন ভীষণই বিরক্ত লাগছিল, অবশেষে মেহেন্দিটা শেষ হয়। কথাগুলি বলছেন আলিয়া। ভাবছেন তো, ভালোবেশেই তো বিয়ে করেছেন রণবীরকে তা আলিয়া হঠাৎ বিরক্ত লাগার কথা কেন বলছেন? নাহ অন্যকিছু ভাবার দরকার নেই। আলিয়া আসলে দীর্ঘক্ষণ ধরে বসে মেহেন্দি করার জন্য ধৈর্য রাখতে পারছিলেন না। সেকথাই বলতে চেয়েছেন আলিয়া। অভিনেত্রীর দাবি, তিনি আসলে ভীষণই অধৈর্য্য় বেশিক্ষণ বসে থাকা তাঁর পক্ষে কঠিন ছিল।

Islami Bank

আরও পড়ুন…  জায়ান মালিকের সঙ্গে প্রেম করছেন সেলেনা!

আলিয়া বলেন, ‘ছোটবেলায় হাতে মেহেন্দি করতে কী ভালোই না লাগত। অথচ নিজের বিয়েতে যখন মেহেন্দি করতে বসি, তখন বিরক্ত লাগছিল। অবশেষে সেটা শেষ হয়।’ সম্প্রতি ৩০তম জন্মদিনে নিজের সম্পর্কে ৩০টি তথ্য প্রকাশ্যে এনেছেন। যার মধ্যে এটি অন্যতম। আলিয়া জানান, তিনি আদপে ভীষণই অগোছালো। তিনি ভীষণভাবেই চান সবকিছু গুছিয়ে রাখতে কিন্তু হয়ে ওঠে না।

ভিডিওতে আরও জানান, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পড়েন, এটাই তাঁর অভ্যাস। নিজের কান, নখ, পা পরিস্কার করতে ব্যস্ত থাকেন। এটা তাঁর পছন্দের। তাঁর পছন্দের নম্বর হল ৬,৯,৮, ১।

one pherma

আরও পড়ুন…  বলিউড ছাড়ার কারণ জানালেন প্রিয়াংকা

এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই পর্দায় ফিরছেন তিনি। মা হওয়ার পর নতুনভাবে আলিয়াকে দেখতে উৎসাহী তাঁর অনুরাগীরা। রণবীর সিং-এর বিপরীতে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে আলিয়াকে। যেটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ জুলাই।

ইবাংলা/এইচআর/৩১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us