কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ইবাংলা ডেস্কঃ

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ও উবারে চলা মোটরসাইকেলের চালকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে লালবাগের শাহিন গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। ওই ছাত্রী উবারে চলা একটি মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন।

Islami Bank

আরও পড়ুন… নেত্রকোনা সীমান্তে বিজিবির ওপর হামলা

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি কামরাঙ্গীরচর থাকতেন।

one pherma

লালবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, আমরা খবর পেয়ে শামীম গার্মেন্টসের সামনে রক্তাক্ত অবস্থায় সানজিদাকে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এরপর রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ইবাংলা/এইচআর/১ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us