ঈদে রেলস্টেশনে ‘এক্সেস কন্ট্রোল’ জোরদারের নির্দেশ

ইবাংলা ডেস্কঃ

এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে প্রবেশ বন্ধ করতে স্টেশনের এক্সেস কন্ট্রোল জোরদার করার জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে করে বিনা টিকেটের কোন যাত্রী স্টেশনে প্রবেশ করতে না পারে ও ট্রেনে চড়তে না পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর ও রেলের মহাপরিচালক মো. কামরুল আহসান।

আরও পড়ুন… ৫২ বছরের অর্জন নিয়ে তামাশা করা ফৌজদারি অপরাধ

শনিবার (১ এপ্রিল) সকালে তাদের নেতৃত্বে একটি দল বিমানবন্দর রেলস্টেশন থেকে জয়দেবপুর রেলস্টেশন পরিদর্শন করেন। তারা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের স্বচ্ছন্দ ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে ও টিকিটবিহীন ভ্রমণ প্রতিরোধে মাঠ পর্যায়ে প্রস্ততি পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদত আলী, ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমানসহ রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এবার ঈদের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হচ্ছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। তাছাড়া ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের যাত্রী স্টেশনে ঢুকতে পারবেন। সেটাও কঠোর চেকিংয়ের মাধ্যমে হবে। রেলস্টেশনে এবার এক্সেস কন্ট্রোল জোরদার করা হবে।

আরও পড়ুন… কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

এবার ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবার শুধু অনলাইনে এবার ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে। আগামী ১৭ এপ্রিল ট্রেনে প্রথম ঈদ যাত্রা শুরু হবে।

ইবাংলা/এইচআর/১ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us