বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন

ইবাংলা ডেস্কঃ

আশুলিয়ার জিরাবোতে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন… খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষে মামলা, ৮৫৯ নেতা-কর্মী আসামি

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান (২২)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় থেকে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। রাজধানীর ডেমরা থানাধীন টুলটুলিয়া এলাকার মাজেদ ওরফে বাহারুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে আলী নুর পরিবহনের দুটি বাস রেষারেষি করে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাইপাইলের দিকে আসা এক মোটরসাইকেল আরোহী ওই দুই বাসের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ সময় উপস্থিত উত্তেজিত জনতা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

one pherma

আরও পড়ুন… বরগুনায় ডিবি পুলিশকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় গ্রেপ্তার ১

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, বাসের রেষারেষিতে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা এ সময় আলী নূর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইবাংলা/এইচআর/২এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us