আমার জীবনে যারা এসেছে, প্রত্যেকে একটা ব্লেম গেম খেলেছে

বিনোদন প্রতিবেদকঃ

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে পত্রিকা হয়ে সোশ্যাল হ্যান্ডেলে চর্চার অভাব নেই। অথচ দশ বছরেরও অধিক সময় ধরে অনেকটাই গণমাধ্যম থেকে নিজেকে আড়াল করে রেখেছেন নানাবিধ কারণে। ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি তিক্ত ঘটনার পর যথেষ্ট খেসারত দিতে হয়েছে প্রভাকে। যদিও মানসিকভাবে শক্ত থাকার কারণে হারিয়ে যাননি তিনি। ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে।

Islami Bank

আরও পড়ুন… ঈদে মুক্তি পাচ্ছে না শাকিবের ‘আগুন’

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে। যেখানে প্রভাকে নিয়ে আলাদা একটি সেশনই হলো। যাতে সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন সংঘ কর্তারা।

প্রভার এই ব্রিফিংয়ের মূল কারণ ছিলো, সম্প্রতি তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। দেড় যুগ আগের ভিডিও প্রকাশ ও স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে প্রতিশ্রুতি দিতে সেই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী।

ব্রিফিংয়ের পুরোটাই তিনি দুষলেন সাংবাদিকদের। কিছু কিছু করলেও সেসব ডিলিট করে দেন। এমনকি তিনি তার জীবনের নানা অধিকারের বিষয়েও সোচ্চার হতে পারেন না, খবর হওয়ার ভয়ে।

আরও পড়ুন… ওটিটিতে নতুন রেকর্ড গড়ল শহীদ কাপুরের ‘‌ফারজি’

one pherma

প্রভার ভাষায়, ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি, কারণ তারচেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে- তাহলে কী হবে! আমার জীবনে যারা (প্রেমিক) এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে বললেই যদি জার্নালিস্ট যেনে যায়? ডিভোর্সের পেপার যখন ফাইল করি- নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সবকিছুই করতে পারতাম- সাংবাদিকরা যদি আমাকে সাপোর্ট করতো।’

আরও পড়ুন… বিয়েটা বলেই করব! দিল্লিতে ফিরে পরিণীতি চোপড়া

প্রভা সাংবাদিকদের অভিযোগ করে আরও বলেন, ‘কিছুদিন আগে আমার ভেরিফায়েড পেজ থেকে জানিয়েছি- কথা বলা ছাড়া আমার কিছু পাবলিশ করবেন না। যেমন কদিন আগে- রোজায় নরম ভাষায় কিছু একটা লিখলাম। পরদিন নিউজ আসলো- অবশেষে ক্ষমা চাইলেন প্রভা! বলেন তো কিসের জন্য ক্ষমা চাইবো আমি? অনেকে বলে আমি অ্যাটেনশন সিকার, তাই এসব পোস্ট দিচ্ছি। অথচ আমি অ্যাটেনশনই চাই না খবরের ভয়ে। এতো অন্যায় আমার সঙ্গে, অথচ আমি প্রতিবাদ জানাতে পারি না- ভয় সাংবাদিকরা লিখবে।’

এরপর প্রভা উপস্থিত সাংবাদিকদের ভাই সম্বোধন করেন। অনুরোধ করেন, কেউ যদি তার নামে সোশ্যাল হ্যান্ডেলে বা খবরে বাজে কথা লেখেন, তবে যেন সেটার প্রতিবাদ করেন ভাই হিসেবে।

ওই সংবাদ সম্মেলনে প্রভা ছাড়া আরও উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, আইন ও প্রকাশনা সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম,অভিনেত্রী ডলি জহুর, অভিনেত্রী তনিমা হামিদ, মৌসুমী হামিদসহ অনেকে।

ইবাংলা/এইচআর/২এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us