৬ সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

নিজস্ব প্রতিবেদকঃ

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মতিউর রহমানের এ জামিন দেন।

Islami Bank

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, অ্যাডভোকেট জেড আই খান পান্না, সৈয়দা রিজওয়ানা হাসান, ইমতিয়াজ মাহমুদ, প্রশান্ত কুমার কর্মকার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী, শাহীন আহমেদ খান। এর আগে রমনা থানায় করা এ মামলায় আগাম জামিন চেয়ে রোববার সকালেই আবেদন করেন মতিউর রহমান।

আরও পড়ুন… প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন: আইনমন্ত্রী

one pherma

উল্লেখ্য, প্রথম আলো সম্পাদক ও অন্যদের বিরুদ্ধে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে গত বুধবার মধ্যরাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়। এছাড়া সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও ওই মামলায় আসামি করা হয়।

ইবাংলা/এইচআর/২ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us