বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

২৯ থেকে ৩৬, সময়ের হিসেবে মাত্র ৭ মিনিট। ভাইয়াদলিদের বিপক্ষে হ্যাটট্রিক করার জন্য এই সময়টুকুই নিলেন করিম বেনজেমা। এই ফরাসি ফরোয়ার্ডের হ্যাটট্টিকে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৪ গোল দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ প্রথম গোলটি পায় ২২ মিনিটে। আসেনসিওর পাস ভায়াদোলিদের বক্সে খুঁজে নেয় এগিয়ে আসা রদ্রিগোকে। ব্রাজিলিয়ান উইঙ্গার গোল করতে ভুল করেননি।

আরও পড়ুন… অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হতে চায় আর্জেন্টিনা

৭ মিনিট পর বেনজেমার প্রথম গোল। আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র বাঁ পাশ থেকে ক্রস বাড়ান এগিয়ে আসা বেনজেমার উদ্দেশ্যে। এক ড্রপ খাওয়া বলটিতে মাথা ছোঁয়াতে নিচু হতে হলেও গোল পেয়ে যান বেনজেমা। ৩২ মিনিটে ৩-০। রদ্রিগো থেকে ভিনিসিয়ুস হয়ে বল যায় বেনজেমার পায়ে। ভায়াদোলিদের দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান বেনজেমা।

৪ মিনিট পরেই হ্যাটট্রিক। এবার ডান পাশ থেকে ক্রস রদ্রিগোর। অরক্ষিত বেনজেমা নিজেকে শূন্যে ভাসিয়ে ডান পায়ের বাইসাইকেল কিকে পেয়ে যান হ্যাটট্রিক। রিয়ালের ক্যারিয়ারে এই প্রথম ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পেলেন বেনজেমা।

আরও পড়ুন… সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে দলকে ৫-০ গোলে এগিয়ে নেন মার্কো অ্যাসেনসিও। তার ওই গোলেও সহায়তা করেন দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলা রদ্রিগো। পরে যোগ করা সময়ে গোল আসে রাইট ব্যাক লুকাস ভাসকেসের পা থেকে। ৬৫ মিনিটে করিম বেনজেমার বদলি নামা এডেন হ্যাজার্ড ওই গোলের কারিগর। এই জয়ে রিয়ালের ২৭ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৫৯। সমান ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৭১।

ইবাংলা/এইচআর/৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us