রাজধানীর গুলিস্থানসংলগ্ন বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন তীব্র বাতাসের কারণে ইতোমধ্যে পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বঙ্গবাজারের পাশাপাশি এই টাওয়ারের আগুন নিয়ন্ত্রণেও কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন… বঙ্গবাজারের আগুন ছড়িয়েছে মহানগর শপিং কমপ্লেক্সে
বঙ্গবাজারে আগুন লাগার পরপরই এনেক্স মার্কেট থেকে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়া শুরু করেন। তবে ধোঁয়ার কারণে ভবনের ভেতর অন্ধকারে ছেয়ে যায়। এ কারণে মালামাল সরাতে বেগ পেতে হচ্ছে। ইতোমধ্যে এই ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটির একদম ওপড়ের দিকে আগুন ছড়িয়ে পড়েছে।
দোকানিরা যে যেভাবে পারছেন কাপড় বস্তার ভেতরে ঢুকিয়ে এনেক্স মার্কেট থেকে বের করছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ভ্যানে করে আপাতত অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সকাল সোয়া ছয়টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
ইবাংলা/এইচআর/৪ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.