বঙ্গবাজারে পুড়েছে ৫ হাজার দোকান: মালিক সমিতি

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি মার্কেটের প্রায় ৫ হাজার দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

Islami Bank

মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ

one pherma

ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, আমাদের জানা মতে শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার জন্য মালামাল তুলছিলেন। ঈদ মৌসুমে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। মালামাল পুড়ে গেলে তাদের পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানে ঈদকেন্দ্রিক ব্যবসার ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us