সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদকঃ

ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করার লক্ষ্যে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়। বুধবার (৫ মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ট্রেন। সে হিসেবে প্রতিদিন ছয় ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। সে অনুযায়ী, সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ট্রেন চলবে। এর আগে প্রতিদিন চার ঘণ্টা মেট্রোরেল চলাচল করতো।

Islami Bank

আরও পড়ুন… আঞ্চলিক সড়কে টোল আদায় করার নির্দেশনা

গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন সূচির বিষয়টি জানান ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। ওই দিন তিনি বলেন, ‌‘মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সব কয়টি (৯টি) স্টেশন এপ্রিল মাসের মধ্যে চালু হয়ে যাবে। আগামী জুলাই মাস থেকে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু হবে। এরপর প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই উড়াল ট্রেন।’

one pherma

আরও পড়ুন… বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ আগারগাঁও-দিয়াবাড়ী অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। যদিও তা ছিল সীমিত পরিসরে। দুটি স্টেশন দিয়ে যাত্রা শুরু করলেও পরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশনই চালু হয়।

ইবাংলা/এইচআর/৫ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us