মেসিকে সাড়ে চার হাজার কোটি টাকা বেতনের প্রস্তাব!

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। প্যারিসের ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন তারকা নাকি চুক্তি নবায়ন করতে চান না। বার্সেলোনা তাকে ঘরে ফেরাতে চায়। কিন্তু আর্থিক সংকট, নেগরেইরা ‌’কেলেঙ্কারির’ কারণে তা সম্ভব নাও হতে পারে। এই সুযোগে লিওকে দলে পেতে চোখ কপালে তোলার মতো প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ২০০ মিলিয়ন ইউরো বেতনে দলে ভিড়িয়েছে আল নাসর।

Islami Bank

আরও পড়ুন… তাইজুলের ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড

সাবেক বার্সেলোনা তারকাকে আল হিলাল মৌসুমে ৪০০ মিলিয়ন ইউরো বা ৪ হাজার ৬১৬ কোটি টাকা বেতন দেয়ার প্রস্তাব দিয়েছে। সৌদি প্রো লিগ কিংবা মেজর লিগ সকার (যুক্তরাষ্ট্র) থেকে প্রস্তাব পেলেও মেসি ইউরোপে থেকে যেতে চান বলে খবর। কারণ তিনি আগামী বছর আর্জেন্টিনার থ্রি স্টার জার্সি পরে কোপা আমেরিকায় খেলতে চান। মেসি যদি শেষ পর্যন্ত টাকার কথা চিন্তা করে আল হিলালে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাহলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়।

one pherma

এর আগে সংবাদমাধ্যম দাবি করেছে যে, বার্সেলোনা মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে নতুন স্পন্সর খুঁজছে। ওদিকে ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, পিএসজি তাকে চুক্তির প্রস্তাব দিচ্ছে। কিন্তু মেসির চাওয়া বেতন মেটাতে উয়েফার আর্থিক নীতি ভাঙার শঙ্কায় আছে প্যারিসের ক্লাবটি।

ইবাংলা/এইচআর/৫ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us