মুশফিকের শতকে বাংলাদেশের ১৫৫ রানের লিড

ক্রীড়া প্রতিবেদকঃ

আয়ারল্যান্ডের করা ২১৪ রানের পর বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩৬৯ রানে। মিরপুরে চলমান একমাত্র টেস্টের প্রথম ইনিংস শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১৫৫ রানে।

Islami Bank

আরও পড়ুন… দ্বিতীয় দিনে সাকিব-মুশফিকের ব্যাটে লড়ছে টাইগাররা

১৮০ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ শুরু করে দ্বিতীয় দিনের খেলা। শুরুতেই ফেরেন মমিনুল হক। এরপর সাকিব-মুশফিকের জুটিতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিংয়ে ৪৫ বলে হাফ সেঞ্চুরির দেখা পান সাকিব। তবে সেঞ্চুরির আক্ষেপ জাগিয়ে থেমে যান ৮৭ রানে। তার বিদায়ে ভেঙে যায় ১৮৮ বল স্থায়ী ১৫৯ রানের জুটি।

এরপর লিটনের সঙ্গে জুটি গড়ে দলকে লিড এনে দেন মুশফিক। শুরু থেকেই দুর্দান্ত খেলা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ৫৫তম ওভারে মার্ক এডায়ারকে বাউন্ডারি মেরেই তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন মুশফিক।

সেঞ্চুরি ছুঁতে মুশফিক খেলেছেন ১৩৫ বল, তার সেঞ্চুরিটি সাজানো এক ছক্কা ও ১৩টি বাউন্ডারিতে। বাংলাদেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মমিনুল হকের (১১)। তামিম ইকবাল শতরানের দেখা পেয়েছেন দশবার।

one pherma

আরও পড়ুন… তাইজুলের ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড

মুশফিকের সেঞ্চুরির পরপরই সাজঘরে ফেরেন লিটন। ৮ চারে ৪১ বলে ৪৩ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে ৮৪ বল স্থায়ী ৮৭ রানের জুটি। দ্বিতীয় সেশনের ২৭ ওভারে স্বাগতিকরা যোগ করেছে ১৪৬ রান। এরআগে প্রথম সেশনে ২৭ ওভারে এসেছিল ১৩৬ রান। লিটনের পর ম্যাকব্রাইনের বলে আউট হন মুশফিক। ১৬৭ বলে ১২৬ রানের ইনিংসে ছিল তার ১৫ চার ও একটি ছয়ের মার।

এরপর মেহেদি হাসান মিরাজ শেষের দিকের ব্যাটারদের সঙ্গী করে দলের লিড দেড়শ পার করান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮০ বলে ৫৫ রান করেন, যেখানে ছিল ছয়টি চার ও দুইটি ছয়ের মার। আয়ারল্যান্ডের পক্ষে সফল বোলার ছিলেন এন্ড্রি ম্যাকব্রাইন। ২৮ ওভার বল করে ১১৮ রান খরচায় নেন তিনি ৬ উইকেট।

ইবাংলা/এইচআর/৫ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us