ইনিংস হারের শঙ্কা উড়িয়ে শক্ত অবস্থানে আইরিশরা

ক্রীড়া প্রতিবেদকঃ

আগের দিন মনে হয়েছিল, ইনিংস পরাজয়ই বুঝি এড়াতে পারবে না আয়ারল্যান্ড। ১৪ রানেই সফরকারীদের চার ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছিলেন দুই স্পিনার সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। ৪ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আইরিশরা। সেই দলটিই দিন শেষ করেছে ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে। অর্থাৎ সারাদিনে মোটে ৪টি উইকেট তুলে নিতে পেরেছে টাইগাররা, অন্যদিকে আয়ারল্যান্ড রান তুলেছে ২৫৯।

Islami Bank

আরও পড়ুন… ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

এখন পর্যন্ত আইরিশদের লিড ১৩১ রানের। হাতে ২ উইকেট। ৭১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন অ্যান্ডি ম্যাকব্রিন, গ্রাহাম হুমে অপরাজিত ৯ রানে। সকাল সকাল তাদের অলআউট করতে না পারলে বড় চ্যালেঞ্জের মুখেই পড়বে সাকিব আল হাসানের দল, কেননা ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে।

বাংলাদেশের পাওয়া প্রথম ইনিংসের লিডটা তখনো পাহাড়সমই ছিল আয়ারল্যান্ডের জন্য। তবে পঞ্চম উইকেটে জুটিতে সেই পাহাড় টপকানোর স্বপ্ন দেখতে শুরু করে তারা। ট্যাক্টর আর টাকার দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। তবে দারুণ প্রতিরোধের পর ট্যাক্টর ৫৬ রানে আউট হলে ভাঙ্গে ৭২ রানের জুটি। ৫৭ তম ওভারের প্রথম বলটি অফ-মিডল স্টাম্পের ওপর গুড লেন্থে করেছিলেন তাইজুল, সেখানে প্যাডল সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি এই ব্যাটার। ফলে লেগ বিফোরের আবেদন করলে আম্পায়ার আঙ্গুল তুলতে একটুও দেরি করেননি। পরে অবশ্য ব্যাটার রিভিউ নিয়েছিলেন কিন্তু তাতেও ফলে পরিবর্তন আসেনি।

আরও পড়ুন… বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, ফাইনালে রিয়াল

one pherma

ট্যাক্টর হাফ সেঞ্চুরি করে ফিরলেও আরেক প্রান্তে অবিচল ছিলেন টাকার। অথচ কে বলবে অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন এই ব্যাটার। এর আগে লিস্ট-এ ক্যারিয়ারে মাত্র একটি সেঞ্চুরি পাওয়া টাকার এদিন মিরপুরে দলকে খাদের কিনারা থেকে তুলে নিজের অভিষেক ম্যাচে ম্যাজিক ফিগারের দেখা পেলেন। সাদা পোশাকে আইরিশদের হয়ে তিনি দ্বিতীয় সেঞ্চুরিয়ান, এর আগে প্রথম সেঞ্চুরি ছিল কেভিন ও’ব্রায়ানের। তবে ব্যক্তিগত ১০৮ রানে টাকারকে ফিরিয়েছেন পেসার এবাদত হোসেন।

ফুল লেংথে করা অফ স্টাম্পের অনেক বাইরের বল বেশ দূর থেকে ড্রাইভ করেন টাকার। কিছুটা লাফিয়ে দ্বিতীয় চেষ্টায় ক্যাচ নেন কভারে দাঁড়ানো শরিফুল ইসলাম। ১৪ চার ও ১ ছয়ে ১৬২ বলে ১০৮ রান করে ফিরেছেন আয়ারল্যান্ডের কিপার-ব্যাটসম্যান। তার বিদায়ে ভাঙে অ্যান্ড্রু ম্যাকব্রেইনের সঙ্গে গড়া ১৭১ বলে ১১১ রানের সপ্তম উইকেট জুটি।

বল হাতে বাংলাদেশকে ভোগানো অ্যান্ড্রু ম্যাকব্রেইন খেলছেন ৭১ রানে। তার ১৪৪ বলের চমৎকার ইনিংস গড়া আট চার ও এক ছক্কায়। গ্রাহাম হিউম ব্যাট করছেন ৯ রানে। অবিচ্ছিন্ন নবম উইকেটে তারা ৫১ বলে গড়েছেন ২১ রানের জুটি। এরপর মার্ক এডায়ার ৪৯ বলে ১৩ করে তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত করে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন। তাইজুল ৮৬ রান দিয়ে এখন পর্যন্ত নিয়েছেন ৪টি উইকেট।

ইবাংলা/এইচআর/৬ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us