বাকসাস’র সভাপতি মমিনুল, সম্পাদক সজিব

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৩-২৪ কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাইজিংবিডি ডটকম-এর মো. মমিনুল হক খান সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সাজিদুর রহমান সজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Islami Bank

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে বাকসাস’র প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র সদস্য আমানুর রহমান রনি নতুন এ কমিটি অনুমোদন করেন।

বিকল্প প্রার্থী না থাকায় ৯ পদের বিপরীতে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে নয় মাসে আয় ৬০৩ কোটি টাকা

কার্যকরী কমিটি গঠনে নির্বাচন কমিশনার ছিলেন বাকসাস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম মনি। কমিটি অনুমোদনে সুপারিশ করেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

one pherma

নবনির্বাচিত সভাপতি মমিনুল হক খান বলেন, এই নতুন দায়িত্ব দেয়ায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সব সদস্য, উপদেষ্টা, নির্বাচন কমিশনারকে ধন্যবাদ। বাঙলা কলেজ থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার হাতেখড়ি আর সমিতির এই পদে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আগামী এক বছরে আগের তুলনায় আরও বেশি সবাইকে নিয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারি, সেই লক্ষেই কাজ করবো।

আরও পড়ুন: হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সজিব বলেন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ। সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে সেবার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে চাই। এ কাজে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি।

নতুন কার্যকরী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন- সহ সভাপতি শাওন হোসাইন (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মকিবুল মিয়া (পূর্বপশ্চিম-বিডি) এবং অর্থ ও দপ্তর সম্পাদক বেলাল শেখ (সকালের সময়)।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us